নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত শনিবার উদয়পুর মহকুমায় হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে শারদ সন্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজষী কলা ক্ষেত্রে। সন্ধ্যা পাঁচটায় প্রদীপ জ্বালিয়ে এর শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য অভিষেক দেবরায়,রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য, হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরার অধিকর্তা ডাক্তার প্রদীপ ভৌমিক, উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন উপস্থিত।পূরবী শাখার শিল্পীদের উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় শারদ সন্মান।শারদ সন্মান অনুষ্ঠানে সাতজন মায়েদের মিনু সাহা স্মৃতি সন্মাননার পুরষ্কার হিসেবে স্মারক, মানপত্র, উত্তরীয় ও একটি ফুলের গাছ উপহার হিসেবে মায়েদের হাতে তুলে দেওয়া হয়। আগরতলার বিশিষ্ট শিল্পী মৌরিতা রায়, উদয়পুরের বিশিষ্ট সংগীত শিল্পী সুকান্ত ঘোষ,সংকরষন ঘোষ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উদয়পুরের রিফমিস্ট সোসাইটি ও সৃজনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।রাজ্যের মহিলা ধারা পরিচালিত মেঘবালিকার শিল্পীরা সংগীত পরিবেশন করে হলের দর্শকদের মন ভরে দিয়েছে। শেষে গোমতী জেলার করবুকের বাজার ব্যবসায়ী সমিতি,নতুন বাজারের স্বামীজি সংঘ,অমরপুরের রেড স্টার ক্লাব,দক্ষিন জেলার সাবরোম দমদমার প্রগতি সংঘ,পশ্চিম মুহুরীপুরের বিবেকানন্দ যুব সংস্থা,বিলোনীয়ার ব্লাডমাউথ ক্লাব, গোমতী জেলার কাঁকড়াবনের দেশবন্ধু সংঘ, গকুলপুর আর এফ টিলার নেতাজি সংঘ, রাজারবাগের কোরাস ক্লাব, উদয়পুর থানা পুকুর পাড়ের স্বল্প পরিসরে হিসেবে, উদয়পুরে বিবেক সংঘ, ফুল কুমারীর নব শক্তি সংঘ, ডাকবাংলা রোডের ফ্রেন্ডস স্টাফ,কয়লার মাঠের শ্রেষ্ঠ মন্ডব সজ্জায় নেতাজি সুভাষ সামাজিক সংস্থা, উদয়পুরের সুব্রত ক্লাব,ধ্বজনগরের জুয়েল ক্লাব,শ্রেষ্ট আলোক সজ্জায় উদয়পুর বাজার সর্বজনীন দুর্গোৎসব পরিচালনায় ফ্লাওয়াস ক্লাব, ও শ্রেষ্ঠ মন্ডব সজ্জায় ইয়ুথ ক্লাবের হাতে অনুষ্ঠানের অতিথীরা এবছরের শারদীয় দুর্গোৎসবের পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে গোমতী জেলার প্রেসক্লাবের সম্পাদক প্রানময় সাহা, হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরার রাজ্য কমিটির সদস্য অনয় গোপ, সংগঠনের জেলা সম্পাদক স্বপন সাহা সহ অন্যান্যরা ছিলেন উপস্থিত। সংগঠনের বিভাগীয় সম্পাদক পার্থ প্রতিম সাহা শারদ সন্মান অনুষ্ঠানে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক অমিতাভ দাশ, শিক্ষিকা স্বপ্না দাশগুপ্ত ও সংযুক্তা সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিল চোখে পড়ার মতো।