পিলাক পার্কিং জুনে আয়োজিত কালিপূজাকে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে অনুষ্ঠীতহয় এক আলোচনাসভা।

Oct 14, 2025

পিলাক পার্কিং জুনে আয়োজিত কালিপূজাকে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে অনুষ্ঠীতহয় এক আলোচনাসভা।

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    হাতেগুনা কিছুদিনপর অনুষ্ঠীত হতেযাচ্ছে আলোর উৎসব দীপাবলী  উৎসব। দীপবলীকে কেন্দ্রকরে অন্যান্যবছরেরন্যায় এইবছরও মায়ের আরধনায় ব্রতীহতেচলছে জোলাইবাড়ী পিলাক পার্কিং জোনে মা মহেশ্বরী কালিমন্দির কালিপূজাকমিটির উদ্দ্যোগতারা। কালীপূজাকে কেন্দ্রকরে সোমবার শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে পূজাকমিটির উদ্দ্যোগতা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠীত করাহয়।  আলোচনা শেষে সংবাদমধ্যমের সন্মুখিনহয়ে পূজাকমিটির উদ্দ্যোগতারা জাননা কিভাবে পূজকে সাফল্যমন্ডীত করাযায় তানিয়ে বিস্তারিত আলোচনা করহয়। পূজাকমিটির সদস্যরাজানান এইবছর পূজায় লোকাল ফর ভোকালকে প্রাধান্যদেওয়াহয়েছে। মেলায় আগত দোকানদারদের কাছথেকে কোনোপ্রকার ভিটি ভাড়া দেওয়াহবেনা বলে জানান পূজাকমিটির উদ্দ্যোগতারা। পূজায় সকলের উপস্থিতির কামনা করেন।

বিভাগ