Oct 15, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। সোমবার সন্ধ্যা প্রায় ৭টার সময় আগরতলা রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে দুই যুবককে গাঁজা সহ গ্রেফতার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতদের নাম গগন কুমার ও গৌরব যাদব দুজনেই বিহার রাজের বাসিন্দা। তল্লাশির সময় তাদের কাছ থেকে দুটি পিঠব্যাগ উদ্ধার হয়,যার ভেতর থেকে মোট ৩.৬৮ কেজি গাঁজা পাওয়া যায়। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানান,আগরতলা জিআরপি থানার ওসি রাজু ভৌমিক। ধৃতদের বিরুদ্ধে জিআরপি থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে,মাদক পাচার রোধে এরকম অভিযান ভবিষ্যতেও চলবে।
Copyright ©2025 | News Tripura