Oct 15, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ‘নিপুণ ত্রিপুরা’ প্রকল্পের তিন বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক দপ্তরের উদ্যোগে সোমবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান শ্রী রূপক সরকার, বিদ্যালয় পরিদর্শক শ্রী বিশ্বজিৎ দেববর্মা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনের বিষয়ে সচেতনতা বাড়ানোই ছিল মূল লক্ষ্য।
Copyright ©2025 | News Tripura