নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মাকে বেধড়ক মারধর করার প্রতিবাদে পনেরো অক্টোবর বুধবার দুপুরে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার এবং ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আরের নিকট ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে প্রথমে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করার পর সংগঠনের সদস্যরা ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আরের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দাস জানান যে, চলতি মাসের আট অক্টোবর কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মার কুমারঘাটের সরকারি কোয়ার্টারের ভিতরে কতিপয় যুবক ঢুকে রনজয় দেববর্মাকে বেধড়ক মারধর করে এবং রনজয় দেববর্মার মোবাইল ভেঙ্গে দেয়। পরবর্তী সময়ে রনজয় দেববর্মা কুমারঘাট থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ আজ অব্দি কাউকে গ্রেফতার করেনি। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করার পর সংগঠনের পক্ষ থেকে পনেরো অক্টোবর বুধবার দুপুরে ঊনকোটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবী করে সংগঠনের সদস্যরা।