বিয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধারে গিয়ে শাসক দলীয় পঞ্চায়েতের সদস্যার দ্বারা কৈফিয়তের শিকার প্রশাসনিক আধিকারিকরা

Oct 15, 2025

বিয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধারে গিয়ে শাসক দলীয় পঞ্চায়েতের সদস্যার দ্বারা কৈফিয়তের শিকার প্রশাসনিক আধিকারিকরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আপনারা যে গ্রামে ঢুকেছেন প্রধান জানেন এবিষয়ে? প্রধানের অনুমতি ছাড়াতো গ্রামে ঢোকা যায়না। একটি নাবালিকাকে উদ্ধারে গিয়ে শাসক দলীয় এক পঞ্চায়েত সদস্যা দ্বারা এমনই কৈফিয়তের শিকার হতে হলো শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক ও প্রশাসনের লোকজনেদের। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন লালজুরি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে।
প্রসঙ্গত উল্লেখ্য, ঐ ওয়ার্ডের বাসিন্দা জতীন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার গত দিনকয়েক আগে ফটিকরায় থানা এলাকার এক নাবালিকা মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে তার বাড়ীতে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর মেয়ের বাড়ীর এলাকার কয়েকজন লোক ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ফটিকরায় থানায়। অভিযোগ পেয়ে লালজুরি স্থিত ছেলের বাড়ীতে নাবালিকাকে উদ্ধারে ছুটেযায় শিশু সুরক্ষা কমিশনের লোকজন এবং পুলিশ। অবশ্য এর আগেই বাড়ী থেকে পালিয়ে যায় ছেলেমেয়ে দুজনেই। প্রশাসনের লোকজনেদের দেখে সেখানে ভীড় জমায় আশপাশের মানুষ। ছুটে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্যা ঊষা মালাকার। তিনি গিয়েই সেখানে প্রশাসনের কাজে একপ্রকার হস্তক্ষেপ করেন বলে অভিযোগ। নাবালিকাকে উদ্ধারে যাওয়া দলকে উদ্দেশ্য করে ঐ প্রশ্ন তোলেন, আপনারা যে গ্রামে এসেছেন সেটা প্রধানকে আগে জানাতে হবে। প্রধানকে না জানিয়ে গ্রামে ঢুকে এমনটা করা উচিত নয়। তিনি সাফ জানালেন প্রধানের অনুমতি ছাড়া ঢোকা যায়না গ্রামে। শুনুন কি বলছেন নিজের ক্ষমতার দম্ভে পুষ্ট হওয়া পঞ্চায়েত সদস্যা ঊষা মালাকার।

বিভাগ