নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ 15 দফা দাবি নিয়ে বুধবার ধলাই জেলা শাসক ও সমাহর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ধলাই ত্রিপুরা বাস জীপ চালক সংঘ। গোটা জেলায় বাস জীপ যানবাহন বন্ধ রেখে এদিন আমবাসা টিআরটিসি স্ট্যান্ড থেকে মিছিল করে চালকরা প্রথমে আমবাসা টাউন হল পর্যন্ত যায়। সেখান থেকে গাড়ি করে জেলাশাসকের অফিসের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধিদল। পাঁচজনের প্রতিনিধিদল জেলাশাসকের হাতে তাদের দাবির সনদ তুলে দেয় । তাদের দাবি গুলির মধ্যে ছিল ১৫ কিলোমিটারের অধিক যে অটোগুলির পারমিট রয়েছে সেগুলিকে সংকুচিত করতে হবে, ব্যাটারি চালিত তিন চাকার গাড়িগুলিকে ১৫ কিলোমিটারের আওতায় আনতে হবে, লোকসংখ্যা অনুপাতে ব্যাটারী চালিত ই-রিক্সাগুলির রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে সহ অন্যান্য। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই ত্রিপুরা বাস জীপ চালক সংঘের সম্পাদক দীপক গোস্বামী , বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনজিত দেববর্মা , বিএমএস ধলাই জেলা কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ, বিএমএস নেতৃত্ব বিকাশ দাস সহ অন্যান্য।