নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রাথমিক শিক্ষার সহযোগিতায় সোমবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী যত্নের সাথে শিশুদের শৈশব কালীন শিক্ষার প্রশিক্ষন। সোমবার সকাল এগারটায় বিলোনীয়া অগ্নিবীনা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলন করে তিন দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি কমল পাল দেববর্মা, প্রধান শিক্ষক স্বরূপ সাহা এবং বিদ্যালয় পরিদর্শক চমচম দেওয়ান। স্বাগত ভাষন রাখেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি কমল পাল দেববর্মা।। এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ জেলার প্রি- প্রাইমারী স্তরের ইউজিটি,জিটি, সিটির ১০০ জন শিক্ষক উপস্থিত থেকে প্রশিক্ষণ নেবেন। শিক্ষা দপ্তরের ৮ জন রিসোর্স পার্সন তাদের প্রশিক্ষণ দেবেন। শিশুদের মা বাবার পর প্রথম শিক্ষা দেন শিক্ষকরা। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের কিভাবে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা হবে সেই দ্বায়িত্ব থাকে শিক্ষকদের উপর। শৈশবে শিশুদের প্রাথমিক শিক্ষা এমন ভাবে করা হবে যাতে আগামী দিনে প্রকৃত মানুষ হিসাবে সমাজের কাজে নিয়োজিত হতে পারবে।