নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগামী ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী কমলপুর বড়লুতমা ত্রয়ো মন্ডপে শুরু হতে যাচ্ছে ১২৯ তম মহারাস লীলা উৎসব ও মেলা। এই ঐতিহ্যবাহী মহারাস লীলা উৎসব ও মেলা কে সার্বিক ভাবে সাফল্য করে তুলতে সোমবার শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, প্রস্তুতি কমিটির সভাপতি বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহ সভাপতি অনাদি সরকার, সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস, দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস,ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক সহ প্রতিটি লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা।ঐতিহ্যবাহী মহারাস লীলা উৎসব ও মেলা কে সার্বিক ভাবে সার্থক করার জন্য প্রতিটি লাইন ডিপার্টমেন্টকে ভাগ করে দেওয়া হয়েছে। পরে মহারাস লীলা উৎসব ও মেলা কমিটির নতুন কমিটি গঠন করা হয়। মহারাস লীলা উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক মনোজ কান্তি দেব, চিফ পেট্রন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কমিটির সভাপতি প্রদীপ কুমার সিনহা, সম্পাদক প্রসেনজিৎ সিনহা, কোষাধ্যক্ষ শরৎ কুমার সিনহা।