নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার রাইমা সাইমা নামক টাউন হল -এ অনুষ্ঠিত হয় ছিচল্লিশ তম ব্রু সোসাইটি কালচারেল অর্গানাইজেশন -এর ফাউন্ডেশন ডে।মঙ্গলবার গোটা ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমার সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তা, কর্মী এবং গন্ডাছড়া মহকুমার সমাজ সেবক তথা এমডিসি ভূমিকানন্দ রিয়াং ও বিধায়িকা নন্দিতা রিয়াং -এর নেতৃত্বে একটি ৱ্যালি বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে রাইমা সাইমা নামক টাউন হল -এ এসে হাজির হয়। ওই টাউন হলেই অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কর্মকর্তা সহ কর্মীরা। ওইদিন সমস্ত ব্রু সোসাইটি কালচারেল অর্গানাইজেশন -এর কর্মকর্তা এবং গোটা রাজ্যের সদস্যরা উক্ত ফাউন্ডেশন ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তা দিনটির তৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।