টুকটুকের ধাক্কায় গুরুতরভাবে জখম হয় এক মহিলা

Oct 22, 2025

টুকটুকের ধাক্কায় গুরুতরভাবে জখম হয় এক মহিলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আজ দুপুর বেলা কৈলাসহর টিলাবাজার এলাকায় একটি মালবাহী টুকটুকের ধাক্কায় গুরুতরভাবে জখম হয় এক মহিলা বর্তমানে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায় নয়াপতন এলাকার বাসিন্দা নৌসা মিয়ার স্ত্রী কুতুবুন নেছা ব্যক্তিগত কাজে টিলাবাজারে গিয়েছিলেন, এরপর তিনি কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য একটি টুকটুকের মধ্যে ওঠার সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে এসে একটি মালবাহী টুকটুক উনাকে সজুরে ধাক্কা মারে এবং উনার বুকের উপর দিয়ে টুকটুক চালিয়ে নিয়ে যায়। যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন স্থানীয়রা ঘটনাস্থলে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হয়। খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।