নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আজ কৈলাশহরের পি.এম. শ্রী রাধা কিশোর ইনস্টিটিউশন এর ক্যাম্পাস হলে ঊনকোটি জেলা ভিত্তিক স্কুল লেভেল নাটক ও লোকনৃত্য প্রতিযোগিতা করা হয়েছে। প্রথমেই অতিথিদের উত্তরীয় ও বেইজ পড়িয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন শ্রীমতি চপলা দেবরায়, জেলা শিক্ষা অধিকারী শ্রী প্রশান্ত কিলিকদার ও রাধা কিশোর ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক শ্রী নীতিশ বিশ্বাস। এছাড়া তিনজন বিচারক ছিলেন। এই অনুষ্ঠানে জেলার পাঁচটি স্কুল থেকে নাটক প্রতিযোগিতায় নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং লোকনৃত্য তে ১৩ টি স্কুলের অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে। এই দুটি ইভেন্টে যে দুটি দল প্রথম হবে তাহারা রাজ্যস্তরে অংশগ্রহণ করতে পারবে। এই অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা শিক্ষা দপ্তর।