নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিশ।

Dec 21, 2025

নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিশ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিশ।‌ গত এক সপ্তাহে তিন তিনটি সাফল্য উঠে আসে আমবাসা থানার পুলিশের হাতে। শনিবার আমবাসা বেতবাগান স্থিত নাকা পয়েন্টে  গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার সেকেন্ড ওসি জয় থাপা সহ   পুলিশ অভিযান চালিয়ে Tr01Ap 1631 নম্বরের একটি মালবাহী গাড়ি থেকে শুকনো গাঁজা উদ্ধার করে।  গাড়িটি নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়, তল্লাশীর সময় সেই সুযোগ পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।  তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৭৯ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।  এক সাক্ষাৎকারে আমবাসা থানার সেকেন্ড ওসি জয় থাপা বলেন পুলিশের কাছে খবর ছিল গাড়িটিতে করে নেশা সামগ্রী আসছে, সেই মোতাবেক গাড়িটিকে তল্লাশি চালিয়ে 79 প্যাকেট গাঁজা পাওয়া যায়, কিন্তু গাড়ির চালক পালিয়ে যায়, গাড়ির চালককে আটক করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এক সপ্তাহের মধ্যে তিনটি নেশা বিরোধী অভিযানে সাফল্য পায়  আমবাসা থানার পুলিশ, পুলিশের এই সাফল্যে খুশি আমবাসা বাঁশি।