১৪৩৫ তিপ্রা ইরা ক্যালেন্ডার প্রকাশিত

Dec 21, 2025

১৪৩৫ তিপ্রা ইরা ক্যালেন্ডার প্রকাশিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

১৪৩৫ তিপ্রা ইরা ক্যালেন্ডার প্রকাশ করল মুভমেন্ট ফর ককবরক ।এদিন আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ১৪৩৫ টি ই ক্যালেন্ডার প্রকাশ করা হয় ।এই অনুষ্ঠানেই হরফ নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় মুভমেন্ট ফর ককবরক।

সারা বিশ্বেই চলতি ইংরেজি বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর উদ্যোগ শুরু হয়ে গেছে ।এই ক্ষেত্রে বসে নেই ত্রিপুরাও। কারণ কাল বাদে পরশু থেকে ত্রিপুরী সমাজ ১৪৩৪ তিপ্রা ইরা কে বিদায় জানিয়ে ১৪৩৫ তিপ্রা ইরা কে স্বাগত জানাবে।একে তিপ্রা  ইরা নামে অভিহিত করা হয়। নব বর্ষ উপলক্ষে প্রতিবছর নতুন ক্যালেন্ডার করে থাকে জনজাতিদের একটি সংগঠন মুভমেন্ট ফর ককবরক। এবছরও এর ব্যতিক্রম হয়নি। শনিবার ১৪৩৫ টি ই ক্যালেন্ডার প্রকাশ করে সংস্থাটি ।এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন movement ফর ককবরক সংগঠনের সভাপতি রুহী চন্দ্র দেববর্মা। এই অনুষ্ঠানে তিনি জানান, মুভমেন্ট ফর ককবরক রোমান স্ক্রিপ্টের পক্ষে আন্দোলন করে আসছে ।যারা এই নিয়ে আন্দোলন করছেন তাদেরকে আমরা পূর্ণ সমর্থন জানাই ।ককবরক ভাষার হরফ নিয়ে রাজ্য সরকারের তালবাহানার তীব্র নিন্দা জানান তিনি ।এই প্রসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তারও নিন্দা জানান তিনি ।তিনি জানান, জোরপূর্বক কোন স্ক্রিপ্ট চাপিয়ে দেওয়া যায় না।

প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রিপুরার ১১৮ তম রাজা হিমতির বিজয়কে স্মরণ করে ৫৯০ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল তিপ্রা যুগাব্দ বা তিপ্রা ইরা। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রতিবছর একুশে ডিসেম্বর রাতে তিং উৎসবের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন স্থানে বর্তমানে এই তিং উৎসবের প্রস্তুতি চলছে।