বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নারকীয়ভাবে হত্যা করার ঘটনায় বিক্ষোভের আঁচ পড়েছে রাজ্যে। শনিবার এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আগরতলাস্হিত বাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বাংলাদেশের যুব নেতা ওসমান হাদীর মৃত্যুর পর বিশৃঙ্খলা শুরু হয়েছে। ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয়েছে এক হিন্দু যুবককে ।তারপর তার দেহ গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ।নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। এই ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ।শনিবার বাংলাদেশের ময়মনসিংহের এই ঘটনার নিন্দা জানাতে সনাতনী হিন্দু সেনা আগরতলাস্হিত বাংলাদেশের সহকারি হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন বিক্ষোভ প্রদর্শনকারীদের মিছিলটিকে ভিসা অফিসের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে আয়োজকরা বিক্ষোভ প্রদর্শন করেন ।বিক্ষোভ প্রদর্শনে সামিল সনাতনী হিন্দু সোনার এক নেতৃত্ব জানান ,এই ধরনের নারকীয় ঘটনা মেনে নেওয়া যায় না। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে। মহিলাদের নির্যাতন করা হচ্ছে ।এই সমস্ত ঘটনায় আমরা আর চুপ বসে থাকবো না ।অবিলম্বে এই সমস্ত ঘটনা বন্ধ না হলে আগামী দিনে সনাতলী হিন্দু সেনা আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবে বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয় ,বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন ।বিবৃতিতে আরো জানানো হয়েছে ,তবে বাংলাদেশকে সংযত হতে হবে ।রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস শুক্রবার রাতে এই বিবৃতি প্রচার করেন।