চন্দ্রপুর থেকে যান চলাচল হঠাৎ বন্ধ ,যাত্রী দুর্ভোগ চরমে

Dec 21, 2025

চন্দ্রপুর থেকে যান চলাচল হঠাৎ বন্ধ ,যাত্রী দুর্ভোগ চরমে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এক মহিলা যাত্রীকে শারীরিক হেনস্হার অভিযোগে গ্রেপ্তার বাস গাড়ির চালক এবং কন্টেকটার ।গাড়িটি কেও আটক করেছে পুলিশ ।এই ঘটনার প্রতিবাদে চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে শনিবার সকল বাস চলাচল বন্ধ রাখা হয় ।এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।

শুক্রবার চন্দ্রপুর আইএসবিটি থেকে তেলিয়া মুড়াগামী এক বাসে এক মহিলা যাত্রী এক কন্টেকটারের হাতের শারীরিকভাবে হেনস্হার শিকার হন বলে অভিযোগ। মহিলা যাত্রীটি তেলিয়ামুড়া মোটরস্ট্যান্ডে নেমে সংশ্লিষ্ট গাড়ির চালক ও সহচালক এর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।এই অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালক এবং সহচালক কে আটক করে। গাড়িটিও আটক করে পুলিশ। শুক্রবারের এই ঘটনার প্রতিবাদে শনিবার চন্দ্রপুর আইএসবিটি থেকে বিভিন্ন স্থানের উদ্দেশ্যে সব রকমের বাস গাড়ি চলাচল বন্ধ রাখা হয় ।এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হন ।যান চলাচল বন্ধের প্রসঙ্গে আই এস বি টি র এক কর্তৃপক্ষ জানান ,সংশ্লিষ্ট ঘটনায় মহিলার কাছে অন্যান্য বাসের চালক এবং সহচালকরা ক্ষমা ভিক্ষা চান। কিন্তু মহিলা তাকে সন্তুষ্ট না হয়ে থানায় মামলা করেন ।এই মামলার ভিত্তিতে পুলিশ সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করে ।গাড়ির চালক এবং সহচালককে গ্রেপ্তার করে। তাদের থানা থেকে ছাড়িয়ে আনতেই সকল গাড়ির চালক ও সহচালকরা তেলিয়ামুড়া গেছেন। তাই বাস চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় সংশ্লিষ্ট রুটে যাত্রীরা শনিবার চরম অস্বস্তির মধ্যে পড়েন। অনেকেই আগরতলা থেকে তাদের কর্মস্থলে যোগদান করতে পারেননি।এদিকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী সাধারণের পকেট কাটতে শুরু করেছে অটো চালকরা। অভিযোগ ,কিছু অটোচালক চড়া মূল্যের ভাড়ার বিনিময়ে যাত্রী পরিষেবা প্রদান করছেন।