কুমারঘাট হাসপাতালের মর্গঘর স্থাপনের বিরুদ্ধে জনগনের আপত্তিকে

Dec 21, 2025

কুমারঘাট হাসপাতালের মর্গঘর স্থাপনের বিরুদ্ধে জনগনের আপত্তিকে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কুমারঘাট হাসপাতালের মর্গঘর স্থাপনের বিরুদ্ধে জনগনের আপত্তিকে পাত্তা না দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামলো এলাকার মানুষ। মহকুমা প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করলো এলাকাবাসী। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট হাসপাতাল রোড এলাকায়।

এলাকাবাসীদের বক্তব্য, কুমারঘাট মহকুমা হাসপাতালে আসা মৃতদেহের ময়নাতদন্তের কাজের জন্য একটি মর্গ ঘর নির্মাণের কাজে হাত লাগিয়েছে প্রশাসন। কুমারঘাট হাসপাতালের সামনে রাস্তার পাশে তৈরি করা হচ্ছে এই ঘরটি। এতে আপত্তি জানান গ্রামের মানুষ। মর্গ ঘর তৈরির বিরুদ্ধে জেলা শাসক মহকুমা শাসকের কাছেও লিখিত আবেদন জানিয়েছিলেন এলাকাসীরা। তাদের বক্তব্য, এখন যেকোনো সময় রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে, কিন্তু এই ঘরটি চালু হলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হবে তাদেরকে। তাদের অভিযোগ এলাকাবাসীর আপত্তি পেয়ে প্রশাসন এই জায়গায় ঘরের কাজ বন্ধ রাখার কথা বললেও পুনরায় সেই জায়গায় নির্মান কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুমারঘাট হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বসেন তারা। বাইট---।

এলাকার বাসিন্দা গুরুপদ দত্ত জানান, হাসপাতালের সামনে দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করেন সব সময়। জনবহুল এলাকায় মর্গঘর তৈরি হলে জনগণের যাতায়াতে যেমন অসুবিধে হবে তেমনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এটি। তিনি জানান পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি বিদ্যালয়। এর পাশে তৈরী হচ্ছে এই মর্গঘর। এবিষয়ে মহকুমা প্রশাসনের কাছে আপত্তি জানালে প্রথম অবস্থায় প্রশাসন এটির কাজ বন্ধ করলেও পরবর্তীতে পুনরায় শুরু করা হয় নির্মাণ কাজ। সার্বিক স্বার্থে এই জায়গায় মর্গ ঘর তৈরীর তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।বাইট---গুরুপদ দত্ত।

আন্দোলনের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিক্ষোভকারী অপু চাকমা ক্ষোভ উগড়ে দিলেন মহকুমা শাসক ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। তিনি বলেন, মর্গঘর তৈরির প্রতিবাদে তারা মহকুমা শাসকের দারস্থ হলে মহকুমাশাসক ঘটনাটিকে মাত্র তিনটি পরিবারের আপত্তি বলে উড়িয়ে দেন এবং বিষয়টি নিয়ে এলাকার বিধায়কের সঙ্গে কথা বলার সুপারিশ করেন। তিনি জানান মহকুমা শাসকের কথা মতো তারা বিধায়কের দারস্থ হলেও এলাকাবাসীর অসুবিধে বা দাবিকে পাত্তাই দেয়নি বিধায়ক। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে তাদেরকে। শুনুন কি বলছেন অপু চাকমা।বাইট---অপু চাকমা।

ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় কুমারঘাট থানার পুলিশ। ছুটে যায় মহকুমা প্রশাসনের লোকজন। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সাময়িক কাজ বন্ধ রাখার আশ্বাসে প্রত্যাহার হয় আন্দোলন। হাসপাতালের সামনে মর্গ তৈরীর কাজ অবিলম্বে বন্ধ নাহলে তাদের আন্দোলন আরো তীব্র হবে বলে এদিন জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।