প্রেমিকার হাত ধরে কলকাতা ছাড়ছেন দেব, যা বললেন অভিনেতা

Jul 03, 2025

প্রেমিকার হাত ধরে কলকাতা ছাড়ছেন দেব, যা বললেন অভিনেতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দীর্ঘ দিন ধরে চলে আসছে আলোচনা-সমালোচনা। ইন্ডাস্ট্রিতেও চলে এ নিয়ে নানা গুঞ্জন। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্ক নিয়ে বহু শিরোনাম হয়েছে।সম্প্রতি একটি ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক নিয়ে খোলাখুলি বিভিন্ন কথা বলেছেন অভিনেতা। শুধু তাই নয়, প্রেমিকা অভিনেত্রী রুক্মিণীর ক্যারিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন দেব।অভিনেতা বলেন, ২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বাইতে যায়, অডিশন দেয় এবং মিটিং করে কলকাতায় ফিরে আসে। আসলে ও অনেক দিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা একা সাহস পাচ্ছিল না।তিনি বলেন, আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি তাকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে।রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন বলে জানান দেব।সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে। নেটিজেনদের এই সমালোচনার জবাবে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলেন, গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনো দিন সেটি নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? তিনি বলেন, গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না।