কঠিন লড়াই শেষে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কা

Jul 04, 2025

কঠিন লড়াই শেষে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত জয়টা নিশ্চিত করেই কোর্ট ছেড়েছেন অবশ্য। চেক প্রজাতন্ত্রের মেরি বুজকোভাকে ৭-৬(৪), ৬-৪ সেটে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি।বুধবার সেন্টার কোর্টের আকাশে মেঘ আর সূর্যের লুকোচুরি চলছিল। তবে সাবালেঙ্কা প্রথম সেটেই একের পর এক সুযোগ তৈরি করছিলেন। কিন্তু প্রতিবারই বুজকোভা তাকে আটকে দিচ্ছিলেন। এক পর্যায়ে ১১তম গেমে ডাবল ফল্ট করে সার্ভ হারান সাবালেঙ্কা।একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে সাবালেঙ্কা হতাশায় চিৎকার করে উঠেছিলেন। কিন্তু ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান দ্রুত নিজেকে সামলে নেন এবং পরের সুযোগে ব্যাকহ্যান্ড উইনারে টাইব্রেক নিশ্চিত করেন। টাইব্রেকে বুজকোভার কিছু ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যান এবং একটি ফোরহ্যান্ড উইনারে প্রথম সেট জিতে নেন।দ্বিতীয় সেটের পঞ্চম গেমে নেটে বুজকোভার এক ভুলে সাবালেঙ্কা ব্রেক করে বসেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দুবারের উইম্বলডন সেমিফাইনালিস্ট সাবালেঙ্কা শক্ত হাতে ম্যাচ শেষ করেন এবং জয়ের হাসি নিয়ে কোর্ট ছাড়েন।তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী সাবালেঙ্কার সামনে এবার প্রথম উইম্বলডন জেতার দারুণ সুযোগ। এই বছর যে অনেক শীর্ষ খেলোয়াড়ই বিদায় নিয়েছেন শুরুর দুই রাউন্ডে।