ফেদেরারকে ছাড়িয়ে সেঞ্চুরির পথে জকোভিচ

Jul 05, 2025

ফেদেরারকে ছাড়িয়ে সেঞ্চুরির পথে জকোভিচ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  উইম্বলডন ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা রজার ফেদেরারের, ৮টি শিরোপা জিতেছিলেন তিনি। ৩৮ বছর বয়সী নোভাক জকোভিচ এবার উইম্বলডনে এসেছেন ফেদেরারের সেই রেকর্ডটি ছোঁয়ার লক্ষ্যে। তবে তার আগেই টেনিস কিংবদন্তির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন জকোভিচ। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চলতি বছরের সবচেয়ে সেরা ফর্মে থাকা সার্বিয়ান তারকা স্বাগতিক ড্যান এভানসকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন জকোভিচ। ৬-৩, ৬-২, ৬-০ গেমে সরাসরি সেটে জিতেছেন তিনি।ম্যাচের শুরু থেকেই দারুণ সার্ভ করেছেন জকোভিচ। পঞ্চম গেমে ব্রেকের সুযোগ তৈরি করলেও তখন এভানস দু’টি ব্রেক পয়েন্ট বাঁচান। এরপরও এক পর্যায়ে এভানসের ডাবল ফল্টের সুযোগে জকোভিচ লিড নেন। ‘জোকার’ প্রথম সেট জেতার পর থেকেই ম্যাচটা একপেশে হয়ে পড়ে।বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা জকোভিচ পরে এভানসকে দাঁড়াতেই দেননি। পুরো ম্যাচে মাত্র ৯টি সার্ভ পয়েন্ট হারিয়েছেন। ৪৬টি উইনার শট খেলেছেন আর করেছেন মাত্র ১৪টি আনফোর্সড এরর। শেষ সেট তো জিতেছেন ৬-০ তে, যা প্রমাণ দিচ্ছে তার এক তরফা আধিপত্যের।এই জয়ের মাধ্যমে জকোভিচ ইতিহাসও গড়েছেন। উইম্বলডনে এ নিয়ে ১৯তমবারের মতো তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি। এর মাধ্যমে ফেদেরারের ১৮ বারের রেকর্ড ছাড়িয়ে গেছেন জকোভিচ। সাত বারের চ্যাম্পিয়ন এবং টানা ছয় আসরে ফাইনাল খেলা জকোভিচ এবারও অল ইংল্যান্ড ক্লাবে আরেকটি দারুণ অভিযানের আভাস দিচ্ছেন। আরেকটি ইতিহাসের দোরগোড়ায় আছেন জকোভিচ। তৃতীয় রাউন্ডে জিতলে এটি হবে উইম্বলডনে তার ১০০তম জয়। তখন ফেদেরারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুইটি গ্র্যান্ড স্ল্যামে ১০০টির বেশি ম্যাচ জয়ের রেকর্ড হবে তার।তবে ফেদেরারের রেকর্ড ৮ উইম্বলডন শিরোপা জিততে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে জকোভিচকে। এবারের আসরে ছয় নম্বর বাছাই হওয়ায় কঠিন পথ পাড়ি দিতে হবে তাকে। পরের ম্যাচে সার্বিয়ান প্রতিদ্বন্দ্বী মিওমির কেকমানোভিচের মুখোমুখি হবেন জকোভিচ। এরপর সম্ভাব্য চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোর, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তারকা ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের চার নম্বর জ্যাক ড্রাপার এবং সেমিফাইনালে আবারও বিশ্ব এক নম্বর ইয়ানিক সিনারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কঠিন পথ পেরিয়ে গেলে ইতিহাসের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে তাকে দেখা যেতে পারে দুইবারের টানা চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের বিপক্ষে ফাইনালে।